অর্ধকোটি টাকার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

কক্সবাজার জার্নাল রিপোর্ট ◑

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)-১৫ কক্সবাজার টেকনাফ এলাকায় অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী রোহিঙ্গাকে আটক করেছে।

২১ মে বৃহস্পতিবার র‌্যাব-১৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় রোহিঙ্গা মাদক ব্যবসায়ী টেকনাফের বাজারের দক্ষিণ পাশে ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫‘র একটি দল বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার সময় উপরোক্ত স্থানে পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় র‌্যাব দল তাকে ধরে ফেলে। এসময় একজন পালিয়ে যায়।

আটক রোহিঙ্গা হলো-উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প নং-০১, ব্লক-ডব্লিউ এর আকাম উদ্দিন, মাতা-রহিমা খাতুনের পুত্র আনোয়ার সাদেক (১৯) ।

জিজ্ঞাসাবাদে সে জানায়, পলাতক আসামীসহ দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট বহন করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের হাতে থাকা কাপড়ের শপিং ব্যাগ তল্লাশী করে ৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৪৯ লক্ষ ৭৫ হাজার টাকা।

র‌্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

আরও খবর