ট্যুর অপারেটিং শ্রমিকদের পাশে টুরিস্ট পুলিশ

ইমাম খাইর, কক্সবাজার
কক্সবাজারে ট্যুর অপারেটিং কাজে নিয়োজিত হতদরিদ্র শ্রমিকদের আর্থিক সাহায্য প্রদান করেছে টুরিস্ট পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন প্রাঙ্গণে নগদ সহায়তার অর্থ তুলে দেন পরিদর্শক সাকের আহমেদ ও মিজানুর রহমান সিদ্দিকী।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

করোনা পরিস্থিতির এই দুঃসময়ে আর্থিক সহায়তা পেয়ে ট্যুরিস্ট পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে হতদরিদ্র শ্রমিকেরা।

ট্যুরিস্ট পুলিশের সুপারের নির্দেশক্রমে ট্যুর অপারেটিং কাজে নিয়োজিত ২১ জন শ্রমিককে এ সহায়তা প্রদান করা হয়েছে বলে জানান পরিদর্শক সাকের আহমেদ।

আরও খবর