ত্রাণের লোভ দেখিয়ে টাকা আদায়, কক্সবাজারে প্রতারক আটক

বলরাম দাশ অনুপম ◑

কক্সবাজার সদরের খুরুশকুলে এাণের লোভ দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এক প্রতারক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২০ মে) বিকেলে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম শামসুল আরেফিন। তিনি কক্সবাজার শহরের মধ্যম নুনিয়ারছড়ার ওমর ফারুকের ছেলে।

খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, আটক ওই যুবকের শ্বশুর বাড়ি খুরুশকুলের গুণাপাড়া। সে সুবাদে ওই এলাকার কিছু সহজ সরল নারীদের ত্রাণ দেওয়ার লোভ দেখিয়ে প্রতিজন থেকে ৩০০ টাকা করে আদায় করে শামসুল। বিষয়টি এলাকাবাসী আমাকে অবগত করলে আমি গ্রাম পুলিশ পাঠিয়ে শামসুলকে ইউপি কার্যালয়ে নিয়ে আসি। পরে তাকে পুলিশের কাছে সৌপর্দ করি।

আরও খবর