আম্ফানের জোয়ারে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রাম ◑ সুপার সাইক্লোন আম্ফানের জোয়ারের প্রভাবে সন্দ্বীপে এক মৃত যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ বুধবার (২০ মে) দুপুর ১২ টার সন্দ্বীপ পৌরসভা ২ নং ওয়ার্ডের নদীর তীরে এই ঘটনা ঘটে। মৃত যুবকের নাম মো.সালাউদ্দিন (১৮)।

সালাউদ্দিন পৌরসভা ২ নাম্বার ওয়ার্ডের হোনাজীর বাড়ির আবুল কাশেমের পুত্র।

জানা যায়, সালাউদ্দিন নতুন চরে গবাদিপশুর জন্য উড়কি ঘাস কাটতে যায়। ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে জোয়ারের পানি ও স্রোত বৃদ্ধি পাওয়ায় স্রোতে সালাউদ্দিনকে ভাসিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।

আরও খবর