চকরিয়ায় উপজেলা চেয়ারম্যানসহ ১১ করোনা আক্রান্ত রোগী সুস্থ!

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া ◑
চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ ১১ জন করোনা ভাইরাস পজিটিভ পাওয়া রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তৎমধ্যে ৭ জন পেকুয়া উপজেলার বাসিন্দা যারা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ভর্তি ছিলেন।
বুধবার (২০ মে) সুস্থ হওয়া এগার রোগীর বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সত্যতা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হোম আইসোলেশনে থেকে করোনা ভাইরাস সনাক্ত হওয়া রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীসহ মুবিনুল হক, মেরিনা জান্নাত ও শরীফুল্লাহ। এছাড়া চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন পেকুয়ার ৭জন করোনা রোগি। তারা হলেন- হাফিজা বেগম, জাহেদ হোসেন, খোকন, সাজ্জাদুল ইসলাম, বেলাল উদ্দিন, আসমাউল ফাহিম ও রেফাতুল ইসলাম।
এ ব্যাপারে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহবাজ জানান, চকরিয়া-পেকুয়ার আরো ১১ জন করোনা রোগী সুস্থ হয়ে ২০ মে বাড়ি ফিরেছেন। সঠিক পরিচর্যা, পর্যবেক্ষণ ও যথাযথ চিকিৎসার মাধ্যমে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া রোগী সুস্থ হচ্ছে বলে জানান তিনি!

আরও খবর