বায়তুশ শরফের পীর আল্লামা কুতুব উদ্দিনের ইন্তেকাল

জাহেদুল ইসলাম, লোহাগাড়া ◑

চট্টগ্রাম বায়তৃশ শরফের পীর সাহেব বাহারুল হযরত মাওলানা কুতুব উদ্দিন (ম.জি.আ.) বার্ধক্যজনিত কারণ ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিওন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বৎসর।

তিনি লোহাগাড়া উপজেলার আধুনগর সুফি মিয়া পাড়া এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে।

বুধবার (২০ মে) বিকেল ৫টায় ঢাকাস্থ একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন একমাত্র ছেলে মাওলানা বেলাল উদ্দিন।

মরহুম পীর সাহেব হুজুর ১ ছেলে, ৫ মেয়ের জনক।

আল্লামা কুতুব উদ্দিন গত কয়েকদিন আগে শারীরিক অসুস্থতাবোধ করলে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

সেখানে স্বাস্থ্যের আবনতি হলে বুধবার ভোরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায়। ওখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আল্লামা কুতুব উদ্দিন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান। এছাড়া অসংখ্য মাদরাসা, মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।

আরও খবর