আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল ◑
করোনা ভাইরাস প্রতিরোধে উখিয়ায় সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দূরুত্ব বজায় না রেখে বেচা-কেনা করায় ৪ ব্যবসায়ীকে অর্থ দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২০ মে) দুপুর ৩টার দিকে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকতা নিকারুজ্জামান চৌধুরী সোনারপাড়া বাজারে এ অভিযান চালায়। এ সময় হ্যান্ডসেনিটাইজার ব্যবহার না করা, মাক্স পরিধান না করা এবং শারিকি দুরুত্ব বজায় না রেখে বেচা কেনার অভিযোগে ৪জন ব্যবসায়ীকে ৬৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
এ সময় তিনি সকলের উদ্দেশ্য বলেন, করোনা মোকাবিলায় সবাই আপোষহীন থাকুন। আজকে এসব দোকানীকে সংশোধন হওয়ার সুযোগ দেয়া হল। বাকি সকলকে সাবধান করা হল কিন্তু এর পর শাস্তি কিন্তু কঠোর হবে। সময় থাকতে সংশোধন হউন। সরকারের নির্দেশনা মেনে চলুন। একটু কষ্ট করে আরো কয়েটা দিন স্বাস্থ্য বিধি মেনে চলুন।
আসুন সবাই সুস্থ থাকি। দেশকে সুরক্ষিত রাখতে সহায়তা করি। সবাই মিলে করোনা প্রতিরোধ করি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-