সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
কক্সবাজার শহরে ধার্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে মাংস বিক্রি করায় তিন বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২০ মে) সকালের দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার শহরের বড়বাজার ও রুমালিয়ারছড়ায় পৃথক অভিযান চালিয়ে এই জরিমনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, ধার্য়কৃত দামের (প্রতি কেজি ৫৫০ টাকা) অতিরিক্ত দাম নেওয়ায় বড়বাজার এবং রুমালিয়ারছড়া এলাকার তিন মাংস বিক্রেতাকে ২৫০০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-