মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
উখিয়া উপজেলায় মঙ্গলবার ১৯মে আইওএম কর্মী জাহাঙ্গীর আলম (৪২) এর শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। তিনি আইএমও’র উখিয়া অফিসে কাজ করে। এই প্রথম রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে কর্মরত একজন আইএনজিও’র কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হলো। এরআগে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে কর্মরত এনজিও ‘ইফসা’ এর ৩জন কর্মীর শরীরে করোনা ভাইরাস জীবাণু সনাক্ত করা হয়।
একইদিন বালুখালী কাস্টমস অফিসের কর্মকর্তা মিঠুন রায়ও করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া উখিয়া উপজেলায় করোনা ভাইরাস আক্রান্ত হওয়া অন্য ২জন হলো-রত্নাপালং ইউনিয়নের কোট বাজারের কাজল আক্তার (২৬) ও পালংখালী ইউনিয়নের থাইংখালীর কাজী আমজাদ (৩০)। এনিয়ে উখিয়া উপজেলায় মোট ৩১জন করোনা রোগী সনাক্ত করা হলো।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-