রাজু দাশ, চকরিয়া ◑
কক্সবাজার চকরিয়া পৌরসভা ৩নং ওয়ার্ড দক্ষিণ লক্ষ্যারচরে অল্প বৃষ্টিতে পানি জমে থাকার ফলে অল্প সময়ে রাস্তাঘাট নষ্ট হয়ে খাল-খন্দরে পরিণত হয়েছে অনেকদিন যাবৎ।
স্থানীয় জনপ্রতিনিধি শত্রুতার কারণে কোন ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে না। মানুষদের পড়তে হয় চরম দুর্ভোগে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে দিকে হালকা বৃষ্টির পরে সরেজমিনে গিয়ে দেখা গেছে এমন জলাবদ্ধতার দৃশ্য।
স্থানীয় বাসিন্দা চকরিয়া সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি আবদুল ওয়াহিদ শাওন বলেন, চকরিয়া পৌরশহরে সব চেয়ে গুরুত্বপূর্ণ এলাকা ৩ নং ওয়ার্ডে অল্প বৃষ্টিতেই জমে যায় পানি। আর এ পানি নিষ্কাশন হতে অনেক সময় লাগে। পানি নিষ্কাশনের জন্য স্থানীয় জনপ্রতিনিধি পক্ষ থেকে কোন ব্যবস্থাগ্রহণ করতেছে না রাজনৈতিক শত্রুর জের রাস্তা নির্মাণ কাজের কোন পদক্ষেপ নিচ্ছেন না।
বৃষ্টির দিনে জলাবদ্ধতার কারণে চলাচলের মারাত্মক ভোগান্তির শিকার হতে হয় এবং একদিকে রাস্তা ভাল না আবার অল্প বৃষ্টিতে রাস্তায় পানি জমে যায় এতে মোটর ও ব্যাটারিতে পানি প্রবেশ করে রাস্তায়ই অনেক সময় বিকল হয়ে পড়ে অটোরিকশা।
পৌর মেয়র জনসাধারণের পক্ষ থেকে দ্রুততম সময়ে রাস্তা এবং ড্রেনের কাজ শেষ করে রাস্তার নির্মাণের দাবি জানিয়েছেন এলাকায় লোকজন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-