চকরিয়ায় পুকুরে ডুবে ২শিশুর মৃত্যু, গ্রামজুড়ে শোকের ছায়া

রাজু দাশ, চকরিয়া ◑

কক্সবাজার চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার দিকে
উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা চারা বটতলী এলাকায় ধলা মিয়ার ছেলে মোঃ ফয়সাল (৪) বেলাল উদ্দিনের ছেলে মোঃ নাহিদ (৪) নামের দুই শিশু খেলতে গিয়ে বাড়ীর পাশের এক পুকুরে পড়ে যায় মৃত্যু হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে উক্ত এলাকার ধলা মিয়ার ছেলে মোঃ ফয়সাল (৪) বেলাল উদ্দিনের ছেলে মোঃ নাহিদ (৪) খেলতে গিয়ে বাড়ীর পাশে পুকুরে পড়ে যায়। শিশু দুটি নিখোঁজ হওয়ার পর থেকে স্বজনেরা তাদের খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরে লাশ ভাসতে দেখে পুকুরে থেকে শিশু দুইটি উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয় নিয়ে নিহত ২শিশুর বাড়ীতে চলছে শোকের মাতম।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, চিরিংগা ইউনিয়ন ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন আমাকে জানিয়েছে বিষয়টি বেদনা দায়ক।

আরও খবর