নিজস্ব প্রতিবেদক ◑
কক্সবাজারের বর্ষিয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট জহিরুল ইসলাম (৮৫) এর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় আজ মঙ্গলবার বিকেলে শহরের বইল্যাপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে চট্টগ্রামে অসুস্থ অবস্থায় তিনি ইন্তেকাল করেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাডভোকেট জহিরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করে বাণী দিয়েছেন।
আজ জোহরের নামাজের পর কক্সবাজার বায়তুশ শরফ মসজিদ প্রাঙ্গণে প্রয়াত রাজনীতিককে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। জানাজায় কক্সবাজারের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
প্রয়াত অ্যাডভোকেট জহিরুল ইসলাম ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য, সাবেক মহকুমা গভর্নর, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সর্বশেষ গণফোরামের কেন্দ্রীয় নেতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৩ কন্যাসহ অগণিত আত্নীয়-স্বজন রেখে গেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-