মুহিবুল্লাহ মুহিব ◑
বঙ্গোপ সাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় ‘আম্ফান’ কক্সবাজার থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে বলে জানিয়েছে আবাহাওয়া অধিদফতর। যার ফলে কক্সবাজার সমুদ্র এলাকায় ৬ নম্বর বিপদ সংকেত বহাল রাখা হয়েছে।
শনিবার (১৯ মে) আবাহাওয়া অধিদফতরের দুপুরের ২৫ তম বুলেটিনে এ তথ্য নিশ্চিত করেছে।
বুলেটিনে আরও জানানো হয়, সাগরে সৃষ্ট ঘুর্ণিঝড়টি সুপার সাইক্লোনে পরিণত হয়েছে। যার কারণে কিছুটা উত্তাল রয়েছে সাগর। সুপার সাইক্লোন কেন্দ্রের ৯০ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২২৫ কিলোমিটার বয়ে যাচ্ছে। যা ঝড়ো হাওয়ার আকারে ২৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৯০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-