টেকনাফের দুই মাদক পাচারকারী ইয়াবাসহ চট্টগ্রামে ধরা


চট্টটগ্রা ◑ মনগরীর কোতোয়ালী থানা এলাকা হতে এক হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।

আজ সোমবার (১৮ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দারা সকাল সাড়ে নয়টায় মো. হানিফ (৩০) ও সাতাই অং চাকমাকে (২৬) আটক করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার হতে এসে চট্টগ্রামে পাচারকালে এক হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।

আটক মো. হানিফ কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াক্যং ইউনিয়নের বালুখালীর মৃত সৈয়দ আহাম্মদের ছেলে ও অং চাকমা কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াক্যং ইউনিয়নের আমতুলী চাকমা পাড়ার মৃত নীল অং চাকমার ছেলে বলে জানা গেছে।

আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর