মহেশখালী প্রতিনিধি ◑
মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের রাজুয়ার ঘোনা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন৷
আজ সোমাবার (১৭ মে) রাত ১০ টার সময় উপজেলার হোয়ানক ইউনিয়নের রাজুয়ার ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পাহাড়ি জায়গা-জমি দখল বেদখলকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় প্রতিপক্ষের হামলায় রাহমত উল্লাহ (৩৫) নামের এক যুবককে কুপিয়ে জখম করলে সে মৃত্যুবরণ করে।
নিহত যুবক রাজুয়ার ঘোনা গ্রামের হাবিবুর রহমানের পুত্র।
খবর পেয়ে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধরের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ঘটনার সাথে জড়িত দুই জনকে আটক করতে সক্ষম হয়েছে।
মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর পূর্বকোণকে বলেন, ‘ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। তবে অপরাপর অপরাধীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-