মুফিজুর রহমান, নাইক্ষ্যংছড়ি :
করোনা উপসর্গ নিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের কুরিক্ষং এলাকায় আত্বগোপনে থাকা চাক সম্প্রদায়ের এক নারী গার্মেন্টস কর্মী সহ ৫ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকতার্ আবু জাফর মোঃ সেলিম জানান, চট্টগ্রামের কোন এক গার্মেন্টস থেকে আসা চাক সম্প্রদায়ের এক নারী বিগত দুই-তিন সপ্তাহ ধরে করোনা উপসর্গ নিয়ে অসুস্থতায় ভোগছেন।
বিষয়টি চাক সম্প্রদায়ের লোকজনের মাধ্যমে জানতে পেরে সোমবার দুপুরে তাকে সহ তার সংস্পর্শে আসা ৪ জনের নমুনা সংগ্রহ করে কক্সবাজার সরকারী মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে। নমুনা সংগ্রহের পর রিপোর্ট আসা পর্যন্ত তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নিবার্হী কর্মকতার্ সাদিয়া আফরিন কচি জানান, চট্টগ্রাম থেকে এসে আত্বগোপনে থাকা নারীটি গার্মেন্টস কর্মী বলে রবিবার সন্ধ্যায় নিশ্চিত হই। সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম ওই এলাকায় গিয়ে নমুনা সংগ্রহ সহ পরিবারের সংস্পর্শে আসা ৪ ব্যাক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-