মুহিববুল্লাহ মুহিব ◑
শক্তি সঞ্চয় করে উপকুলে দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’। কক্সবাজার উপকুলে মোকাবেলায় বৈঠক করেছে জেলা প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে ৫৭৩ আশ্রয় কেন্দ্র। একই সাথে স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিম গঠন করা হচ্ছে।
সোমবার (১৮ মে) বিকেলে সিবিএনকে এসব তথ্য জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান মোল্লা।
তিনি জানান, উপকূলীয় উপজেলার নির্বাহী কর্মকর্তাদের আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উপকূল এলাকা থেকে মানুষ যাতে সরে যায় সেজন্য মাইকিং করা হচ্ছে। শুধু ৫৭৩ আশ্রয় কেন্দ্র নয় স্কুল-কলেজও প্রস্তুত রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে, বিকেল চারটার বুলেটিনে কক্সবাজার উপকুলে চার নম্বর সংকেত নামিয়ে ৬ নম্বর হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবাহাওয়া অফিস।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-