ইমাম খাইর, কক্সবাজার ◑
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে আরো ১ জন রোহিঙ্গাসহ ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
সোমবার (১৮মে )১৮৮ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ১৮ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে।
সেখানে কক্সবাজার সদর উপজেলায় ৮জন, মহেশখালী উপজেলায় ১ জন, পেকুয়া উপজেলায় ১ জন, উখিয়া উপজেলায় ২জন, টেকনাফ উপজেলায় ১জন, রোহিঙ্গা শরনার্থী ১জন এবং চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৫জন ।
এছাড়া চকরিয়া উপজেলার ৩জন এবং রামু উপজেলায় ১জন পুরাতন করোনা রোগীর ফলোআপ রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।
এনিয়ে কক্সবাজার জেলায় সোমবার পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ২০২ জন।
এতে চকরিয়া উপজেলায় ৬০ জন, কক্সবাজার সদর উপজেলায় ৫৮ জন, পেকুয়া উপজেলায় ২৫ জন, মহেশখালী উপজেলায় ১৩ জন, উখিয়া উপজেলায় ২৮ জন, টেকনাফ উপজেলায় ৮জন, রামু উপজেলায় ৪ জন, কুতুবদিয়া উপজেলায় ২ জন এবং রোহিঙ্গা শরনার্থী ৬জন।
কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।
এ পর্যন্ত একজন রোগী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
তিনি রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের পূর্ব কাউয়ার খোপ গ্রামের মোহাম্মদ আবদুল্লাহ এর স্ত্রী।
মোট ৩৬ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-