মুফিজুর রহমান, নাইক্ষ্যংছড়ি ◑
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে অসহায় ৫০ জন ব্যাটারি চালিত অটোরিক্সা চালককে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
সোমবার (১৮ মে) সকালে বাইশারী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শারীরিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম বলেন- লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৫০ জন ব্যাটারি চালিত অটোরিক্সা চালককে পরিষদের পক্ষ থেকে ১০ কেজি চাল ও সাথে ১ কেজি করে আলু প্রদান করা হয়েছে। পরিষদের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে আগামীতেও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
খাদ্য সামগ্রী বিতরণকালে মহিলা ইউপি সদস্য সাবেকুন্নাহার, ইউপি সদস্য মোঃ নুরুল আজিম, অটোরিক্সা চালক সমিতি’র সভাপতি সব্বির আহমদ, সাধারন সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-