কক্সবাজার বিজিবি ক্যাম্পে করোনা শনাক্ত হওয়ায় এ কে ম্যানশন লকডাউন

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকার এ কে ম্যানেশনের ভাড়াটিয়া সাজেদা বেগম (৫৫) নামে এক মহিলার শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। ফলে ওই ভাড়া থাকা একে ম্যানশনের ভবনটি লকডাউন করা হয়েছে।

কক্সবাজার পৌরসভার কাউন্সিলর ইয়াছমিন আক্তার জানান,শনাক্ত হওয়া রোগি সাজেদা বেগম কয়েক দিন আগে মানিকগঞ্জ থেকে এসেছেন। তাঁর এক মেয়ে এ কে ম্যানশনে ভাড়া থাকে এবং সন্তান সম্ভবা। তাই কিছুদিন অাগে মেয়ের সেবা করার জন্য মানিকগঞ্জ থেকে প্রাইভেট কারে করে এসেছেন তিনি। পরে তাঁর মেয়ে এবং মেয়ের জামাইসহ তিনি করোনা পরীক্ষা দিলেন।

এরমধ্যে সাজেদা বেগমের রিপোর্ট পজেটিভ আসে। পরে রাত ১০ টার দিকে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ প্রশাসন এসে ওই ভবনটি লকডাউন করছে।

১৭ মে (রবিবার) কক্সবাজারে মেডিকেল কলেজ ল্যাবে ১৮৪ নমুনা টেস্টে ২২ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এরমধ্যে কক্সবাজার সদরের ৯ জন, চকরিয়া উপজেলার ৮ জন,উখিয়া উপজেলার ৪ জন ও পেকুয়া উপজেলার একজন। করোনা শনাক্তের মধ্যে ওই মহিলাটিও রয়েছে বলে জানা যায়।

আরও খবর