নিজস্ব প্রতিবেদক ◑
কক্সবাজার সদরের ঈদগাহ অার্দশ উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমান হাসপাতালের মাধ্যমে স্থানীয় জনসাধারণকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হচ্ছে।
১৭ মে (রবিবার) ভ্রাম্যমাণ হাসপাতালের উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ সরবরাহ বজায় রাখার লক্ষ্যে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী উপহার দেন কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক অাহমদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত কক্সবাজার সদর-রামু অাসনের সাংসদ কানিজ ফাতেমা আহমেদ।
কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাঃ শাজাহান আলি উপহারসামগ্রী গ্রহণ করেন। ভ্রাম্যমাণ হাসপাতালের পরবর্তী গন্তব্য শীঘ্রই জানিয়ে দেয়া হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-