চকরিয়ায় পুলিশের ধাওয়ায় সিএনজি উল্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজু দাশ, চকরিয়া ◑

কক্সবাজার চকরিয়া হাইওয়ে পুলিশের ধাওয়া
সিএনজি উল্টে একজন মাদ্রাসার ছাত্র মর্মান্তিকভাবে নিহত হয়েছে।

রবিবার (১৭ মে) দুপুরে দিকে চকরিয়া উপজেলা বানিয়ারছড়া স্টেশনে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত মোহাম্মদ নিশান (১৪) ফাইতং মহেশখালী পাড়ার ৪নং ওয়ার্ডের আবুল কাসেমের ছেলে। সে উপজেলার ফাইতং ছোবাহানিয়া নুরুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

মাদরাসার প্রতিষ্ঠাতা শেখ এইচ এম আহসান উল্লাহ জানান, মাদ্রাসা ছাত্র নিশান আজ রবিবার দুপুরে দিকে আপন ভাইয়ের সাথে একজোড়া জুতো নিয়ে সিএনজি করে বাড়ি যাচ্ছিলেন। প্রতিমধ্যে হাইওয়ে পুলিশের ধাওয়ায় সিএনজি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে নিশান মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশকে ধাওয়া দেয় এবং ইট পাটকেল নিক্ষেপ করে খবর পেয়ে থানার পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

আরও খবর