ভাইয়ের হাতে ভাই খুন

মহেশখালী প্রতিনিধি ◑

কক্সবাজারের মহেশখালীতে লকডাউনে আইনঙ্খলার অবনতি চলছেই। গত ১৫দিনে ৪টির অধিক খুনের ঘটনা ঘটেছে।

এবার ছোট মহেশখালী সিপাহীর পাড়া ২নং ওয়ার্ডে তুচ্ছ ঘটনা (আমের) বিষয় নিয়ে ভাই ভাইয়ে কথা কাটাঁকাটির একপর্যায়ে মারামারিতে ভাইয়ের হাতে ভাই ছালেহ আহমদ প্রকাশ ( মানিক) খুন হয়েছে।

১৬ মে (রবিবার) রাত ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক তথ্যমতে, আব্দুল গফুরের নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে মানিকের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।

পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে অতিরিক্ত রক্ত ক্ষরণে চিকিৎসাধীন অবস্থায় ছালেহ আহমদের মৃত্যু হয়।

নিহতের ছেলে আয়ুব তার পিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ছালেহ আহমদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা যায়।

এ ব্যাপারে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, সন্ত্রাসী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবেনা।যত দ্রুত সম্ভব আসামীদের গ্রেপ্তার করা হবে। এ ঘটনায় মহেশখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও খবর