সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকার শপিংমলের উপর প্রযোজ্য স্বাস্থ্যবিধি না মানায় ৬টি শপিং প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৬ মে) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাঃ শাজাহান আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়। এই সময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহরিয়ার মুক্তার।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাঃ শাজাহান আলী জানান, করোনা সংক্রমণ রোধে কক্সবাজার বাজারঘাটা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
শপিংমলের জন্য প্রযোজ্য স্বাস্থ্যবিধি না মানায় অভিযানে পরিচালিত মোবাইল কোর্টে ওই এলাকার ছয়জন দোকানদারকে ৬০,০০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-