মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
শনিবার ১৬ মে করোনা সনাক্ত হওয়া রোহিঙ্গা শরনার্থী রোগী উখিয়া উপজেলার লম্বাশিয়া ১নম্বর রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের পশ্চিম পাশের এফ ব্লকের বাসিন্দা। সে একজন রেজিস্ট্রাড রোহিঙ্গা (Forcibly displaced myanmar Nations-বলপূবর্ক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক)।
তার ক্যাম্পের সর্দারের নাম মোঃ ছলিম মাঝি। শনিবার ১৬মে করোনা সনাক্ত হওয়া উক্ত রোহিঙ্গা শরনার্থীসহ ক্যাম্পে গত ৩দিনে মোট ৪জন করোনা ভাইরাস রোগী সনাক্ত করা হলো।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-