বিশেষ প্রতিবেদক ◑ করোনা মহামারীর মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের (যা ঘুর্ণিঝড় আম্ফানে পরিণত হচ্ছে) প্রভাবে সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা জরুরী বৈঠকে বসেছে কক্সবাজার জেলা প্রশাসন।
শনিবার (১৬ মে) দুপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা জুম কনফারেন্স এর মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় আশ্রয়কেন্দ্র ও মুজিবকেল্লা প্রস্তুতিকরণ, সুনির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে চিহ্নিত করা, মজুদ পরিস্থিতি পর্যালোচনা, কন্ট্রোল রুম খোলা, বেড়িবাঁধ মেরামত, ধানকাটার অবস্থা ইত্যাদিসহ সার্বিক প্রস্তুতির বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রস্তুতির সিদ্ধান্ত নেয়া হয়।
এসময় জেলা প্রশাসক মো. কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আবছার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান মোল্লা বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে কনফারেন্স এর মাধ্যমে আলোচনা করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-