ঘুর্ণিঝড় ‘আম্ফান’ কক্সবাজার থেকে ১২৭০ কি.মি. দূরে, উপকুলে সতর্কতা

বিশেষ প্রতিবেদক ◑

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় ‘আম্ফান’ কক্সবাজার থেকে ১২৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। যার ফলে কক্সবাজার সমুদ্র এলাকায় ১নং সতর্কতা সংকেত জারি করা হয়েছে।

শনিবার (১৬ মে) আবাহাওয়া অধিদফতরের দুপুরের বুলেটিনে এ তথ্য নিশ্চিত করেছে।

বুলেটিনে আরও জানানো হয়, সাগরে গভীর নিম্নচাপ রয়েছে। এটি সন্ধ্যার পর ঘূর্ণিঝড় আম্ফানে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ থেকে এখনো অনেক দূরে থাকায় এর প্রভাবটা অনেক কম রয়েছে।

তবে, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার বয়ে যাচ্ছে। যা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১৩০৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও খবর