- সমসাময়িক বিষয় নিয়ে তিনি নিয়মিত ফেসবুকে লিখেন এবং অনেক সময় মনের কথা ও বাস্তবতা নিয়ে তুলে ধরেন।
সালাহ উদ্দিন কাদের লাভলু ◑
তার একটি অংশ আজ কক্সবাজার জার্নাল ডটকম’র পাঠকদের জন্য তুলে ধরা হলো…
☞প্রকৃতির নির্মম অভিশাপে আমি আপনি অভিশপ্ত নয়তো????
মহামারী করোনা আমাদের আশেপাশে কেন?
প্রকৃতি আল্লাহর কাছে বিচার দেয় নেইতো?
মহান আল্লাহর কত নেয়ামত আমরা ভোগ করতেছি একটু কি শুকরিয়া আদায় করেছি?
শত শত অন্যায়-অপরাধ আমার আপনার চোখের সামনে একটু কি প্রতিবাদ করেছি?
দুর্বল কিছু অসহায় মানুষদের প্রতিনিয়ত আঘাত করতে আমরা কি একটু চিন্তা করেছি?
অবুঝ শিশুদের নির্যাতন হতে দেখেছি আমরা কি একটু প্রতিবাদ করেছি?
সমাজের প্রতিটা মানুষের কিছু না কিছু দায়িত্ব থাকে আমরা কি যথাযথ পালন করেছি?
প্রকৃতি ধ্বংস করতে প্রতিনিয়ত হাতিয়ার যন্ত্রপাতি তৈরি করেছি তাদের কষ্ট কি একটু চিন্তা করেছি?
দিন দিন অভিশাপের পাল্লা ভারী হয়ে গেছে আমরা কি একটু চিন্তা করেছি?
মহান আল্লাহর সামান্য ইশারায় পৃথিবী ধ্বংস করতে পারে আমরা কি একটু চিন্তা করেছি?
আমি আপনি কত শত অন্যায় করতেছি একটু কি চিন্তা করেছি?
আমরা ভুলে গেছিলাম পৃথিবীর একজন স্রষ্টা আছে।
হে আল্লাহ আমাদের হেফাজত করো,আমাদের ভূলগুলো ক্ষমা করে দাও, মহামারী করোনা থেকে আমাদের রক্ষা করো,
হে রাহমানুর রহিম আমরাতো তোমারি সৃষ্টি, ক্ষমা করে দাও আমাদের।
প্রতি ওয়াক্ত নামাজে তোমারি প্রার্থনায় সেজদায় লুটিয়ে পড়ি,ক্ষমা করে দাও আমাদের।
হে আল্লাহ আমরা তোমারি অসহায় বান্দা,সবকিছু নিয়ন্ত্রণ তোমার হাতে,
তুমি ছাড়া আর কেউ আমাদের ক্ষমা করতে পারবে না।
খুব কষ্ট হয় যখন মৃত্যুর সংখ্যা আর আক্রান্তের সংখ্যা পাল্লা ক্রমে বৃদ্ধি হতে দেখলে।
পরিশেষে তোমারি দরবারে একটাই চাওয়া আমাদের ক্ষমা করে দাও,আমাদের হেফাজত করো।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-