টেকনাফে পেশাদার ২ মাদক ব্যবসায়ী আটক!

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
টেকনাফে র‌্যাব-১৫ সদস্যদের অভিযানে ইয়াবাসহ হোয়াইক্যং এলাকার দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত পেশাদার দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

তথ্য সূত্রে জানা যায়, ১৪ মে (বৃহস্পতিবার) বিকাল টারদিকে র‌্যাব-১৫ এর একটি চৌকষ দল মাদক বহনের গোপন সংবাদ পেয়ে হ্নীলা হোয়াব্রাং মসজিদেও পাশে প্রধান সড়কে তল্লাশী চৌকি বসিয়ে যানবাহন তল্লাশীকালে দক্ষিণ দিক হতে আসা একটি সিএনজি তল্লাশীর জন্য থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা যাত্রী ও চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তখন র‌্যাব সদস্যরা ধাওয়া করে হোয়াইক্যং মহেশখালীয়া পাড়ার মৃত মোজাহের মিয়ার পুত্র ঈমান হোছন (২৫) ও মিনা বাজারের মামুনুলের পুত্র হামিদ হোছন (২০) কে আটক করে। তাদের সাথে থাকা কাপড়ের শপিং ব্যাগ তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত মাদক কারবারী ও উদ্ধারকৃত মাদক টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।

এদিকে স্থানীয়দের কাছ থেকে তথ্য নিয়ে আরো জানা যায়, মাদক কারবারে জড়িত অনেক অপরাধী ভিবিন্ন কৌশলে চালিয়ে যাচ্ছে মাদকপাচার তাদের সেই অপচেষ্টা প্রতিরোধ করার জন্য সদা প্রস্তুত রয়েছে র‍্যাব সদস্যরা।

আরও খবর