উখিয়া প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে ২ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকা সূত্রে জানা গেছে, পাগলিরবিল ২ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল আফসার বাবুলের পিতা হলদিয়াপালং ইউনিয়ন আলীগের সহ-সভাপতি জাফর আলম সওদাগর পৈত্রিক জমিতে মাটি ভরাট করতে গেলে সেখানে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হলদিয়াপালং ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি রায়হান বাধা দিয়ে গাড়িতে হামলা করলে এতে উভয় পক্ষের মাঝে প্রথমে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে জাফর আলম সদাগরের অঙ্গহানি দাঁত উপড়ে ফেলা হয়েছে। এবং অপরদিকে ছাত্রলীগ নেতা রায়হান মাথায় আঘাত পেয়ে আহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে পারিবারিক জায়গা সংক্রান্ত বিষয়টিকে বিভিন্ন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভ্রান্তি ছড়াচ্ছে তাই প্রশাসনকে বিষয়টি সুষ্ট তদন্ত করে মীমাংসা করার জন্য স্থানীয়রা দাবী জানিয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-