গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
টেকনাফ শাহপরদ্বীপ পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবাসহ শামসুল আলম (৩০) নামে এক মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
ধৃত যুবক হচ্ছে টেকনাফ সদর ইউনিয়ন নাজির পাড়া এলাকার আব্দুল হাকিমের পুত্র।
তথ্য নিয়ে জানা যায়,১৩ মে (বুধবার) বিকাল ৩ টার দিকে শাহপরীর দ্বীপ বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।
শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দীপক বিশ্বাস জানান, শাহ পরীর দ্বীপ বাজার সংলগ্ন এলাকায় ধৃত আসামী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে বাজারে অবস্থান করে। পুলিশ ও জনতার উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন আসামী পালানোর চেষ্টা করলে বাজার কমিটি ও জনতার সহায়তায় তাকে আটক করা হয়। পরে তাৎক্ষণিক তল্লাশি করে তার কাছ থেকে ৪০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
সত্যতা নিশ্চিত করে এসআই দীপক বিশ্বাস কক্সবাজার জার্নালকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ আসামীর কাছ থেকে জানতে পারে, ধৃত ব্যক্তি খুচরা বিক্রয়ের জন্য ১০০০ পিস ইয়াবাসহ শাহপরীর দ্বীপ আসেন। এরমধ্যে উত্তর পাড়ার শরীফ হোসেন বাইট্টার ছেলে নুরুল আফসারের কাছ ৬০০ পিস বিক্রি করে। বাকি ৪০০ পিস ইয়াবা কোনার পাড়ার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ ইলিয়াসের কাছে বিক্রির জন্য অবস্থান করছিল। এমন অবস্থায় বাজারে তার সন্দেহজনক অবস্থান দেখে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো জানান (ওসি) প্রদীপ কুমার দাশের নির্দেশনা মোতাবেক অপর পলাতক দুই আসামীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত এখনো অব্যাহত আছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-