করোনামুক্ত নাইক্ষ্যংছড়িঃ আইসোলেশনে থাকা তিন করোনা রোগী সুস্থ হয়ে ফিরেছেন বাড়ীতে

মুফিজুর রহমান, নাইক্ষ্যংছড়ি ◑
নাইক্ষ্যংছড়ি হাসপাতালের আইসোলেশনে থাকা তিন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ী ফিরে যাওয়ায় আপাতত নাইক্ষ্যংছড়ি উপজেলা করোনা মুক্ত।

দুই সপ্তাহ করোনার সাথে যুদ্ধ করে ডাক্তারদের অক্লান্ত চেষ্টায় রোগমুক্ত হয়ে বাড়ি ফেরার সনদ পেয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের কম্বোনিয়া এলাকার ৫ বছরের শিশু সন্তানসহ আলম আরা ও সাহেদা আক্তার।

বুধবার (১৩ মে) সন্ধ্যায় তারা বাড়ি ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডাঃ আবু জাফর মোঃ ছলিম।

তিনি জানান, নাইক্ষ্যংছড়ি হাসপাতাল থেকে কক্সবাজার ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৭১ জনের। তার মধ্য শিশুসহ ৫ জনের রিপোর্ট পজেটিভ আসলেও বাকী ১৬৬ জনের রিপোর্ট নেগেটি এসেছে। শেষ পর্যন্ত পজেটিব হওয়া ৫ জনও করোনা মুক্ত হয়ে বাড়ীতে স্বাভাবিক অবস্থায় ফিরে গেছেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি জানান, করোনা সনাক্ত হওয়ার পর জান্নাতুল হাবিব’র বাড়ী সহ ১৭ ঘর-বাড়ী লকডাউনের আওতায় আনা হয়েছে তা বলবত রাখা হচ্ছে। ন্যাশানাল গাইড লাইন অনুযায়ী ওই রোগীদের চতুর্থ নমুনা রিপোর্টের উপর নির্ভর করে বলা যাবে লকডাউন শিথিল করার বিষয়টি।

আরও খবর