কক্সবাজারে করোনা ধরা পড়ায় ৪দিন লাপাত্তা: পরে সন্ধান মিলল উত্তর টেকপাড়ায়

নিজস্ব প্রতিবেদক ◑

গত ৮ই মে শুক্রবার করোনা সনাক্ত হওয়া ইয়াছির আরফাত (২৯) এর খোঁজ মিলল ৪দিন পর।

স্যাম্পল টেস্ট দেওয়ার সময় ইয়াছির আরফাত কক্সবাজার সদর হাসপাতালে দেওয়া ঠিকানা শহরের বৈদ্যঘোনা এলাকায় নয়। শহরের উত্তর টেকপাড়ায় কামাস বহদ্দারের বাড়িতে তাকে পাওয়া গেছে ।

মঙ্গলবার (১২ই মে ) বিকেল ৫টার দিকে সেখানে তার সন্ধান পেয়ে থাকে রামু আইসোলেশনে ভর্তি করা হয়েছে। বিষয়টি কক্সবাজার সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলি আহসান নিশ্চিত করেন।

তার সন্ধান পাওয়া ঐ বিল্ডিংয়ের মালিকের সাথে কথা বলে জানা যায় , সে দীর্ঘদিন ঐ বিল্ডিংয়ে ছিলো না । আজকে দুপুর অনুমানিক ২টার দিকে আসে এবং ৫টার দিকে সে নিজেই আ্যম্বুলেন্স ডেকে রামু আইসোলেশনে চলে যায় ।

তবে এখনো পর্যন্ত বিল্ডিংটি লকডাউন করা হয়নি। তার ফ্যামিলির এখন শুধু তার স্ত্রী একজন ঐ বাড়িতে রয়েছে বলে জানা গেছে ।

আরও খবর