প্রেস বিজ্ঞপ্তি ◑
সারা বিশ্ব আজ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে পার করছে অস্থির দুঃসময়। একদিন অবসান হবে চলমান সংকটের, প্রাণ ফিরে পাবে পৃথিবী এমন আশা সবারই।
চট্টগ্রাম নগরীতে উখিয়া উপজেলার শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত কাজ করা সর্ববৃহৎ সংগঠন চট্টগ্রামস্থ উখিয়া উপজেলা ছাত্র পরিষদ এক বিশেষ বিবৃতিতে জানিয়েছে এই চরম ক্রান্তিকালে তারা চট্টগ্রামে অবস্থানরত উখিয়ার শিক্ষার্থীদের পাশে থাকতে বদ্ধ পরিকর।
বিবৃতিতে সংগঠনের সভাপতি ইফতিয়াজ নুর নিশান বলেন, “মহামারীর কারণে আজ জনজীবন বিপর্যস্ত। পরিস্থিতি স্বাভাবিক না হয়ে আসা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সামাজিক দুরত্ব নিশ্চিতের মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে থাকতে হবে সচেতন।”
সংগঠনের কার্যক্রম তুলে ধরে সাধারণ সম্পাদক এস ডি রায়হান বলেন, “এই দুর্দিনে আমরা চেষ্টা করছি সাধারণ মানুষ সহ চট্টগ্রামে আটকে পড়া উখিয়ার শিক্ষার্থীদের সার্বক্ষণিক পাশে থাকার। মেসভাড়া মওকুফ সহ সংগঠনের সদস্যদের যেকোনো সহযোগিতার প্রয়োজন হলে আমরা নিসংকোচে পাশে থাকবো।ইনশাআল্লাহ একদিন সব আবার আগের মতো হয়ে যাবে, আবার হবে আমাদের প্রাণের সম্মিলন।”
এছাড়াও বিবৃতিতে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, চট্টগ্রামে অবস্থানরত উখিয়ার শিক্ষার্থীদের প্রয়োজনে সভাপতি- ০১৮৩৭৭৩০৪৫২ এবং সাধারণ সম্পাদক- ০১৮৩০২১১২৫৭ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-