৬ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক ◑

কক্সবাজারের উখিয়া ইয়াবাসহ মো. তৈয়ব (১৯) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ৫ হাজার ৯৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রোববার (১০মে) রাত নয়টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

আটক তৈয়ব ১৪ নং রোহিঙ্গা শিবিরের হাকিমপাড়া ক্যাম্পের মাহমুদ বোখারীর ছেলে। সে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারে জড়িত বলে স্বীকার করেছে।

সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, রোববার বিকেলে উখিয়া উপজেলার গয়ালমারা এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় কালে তাদের ধাওয়া করে র‌্যাব। এসময় তাকে এসব ইয়াবাসহ আটক করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হবে।

আরও খবর