মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
উখিয়ার উপজেলায় ১০ মে রোববার করোনা সনাক্ত হওয়া রোগী রত্নাপালং ইউনিয়নের কোটবাজারের পূর্বে খন্দকার পাড়ার বাসিন্দা। ৪২ বছর বয়সী এ পুরুষ রোগীর শরীরে ৯ মে একটু করোনা ভাইরাস উপসর্গ পরিলক্ষিত হলেও রোববার খুব একটা উপসর্গ নেই।
বিষয়টি উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন কুমার বড়ুয়া জানিয়েছেন।
তিনি আরো জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য টিম ও পুলিশ উক্ত রোগীর বাড়ি ও তার চলাচল এলাকা লকডাউন (Lockdown) করার জন্য সেখানে যেতে তাঁরা প্রস্তুতি নিচ্ছেন। রোগীর বাড়ি গিয়ে রোগীর কেস হিস্ট্রি জেনে তার চিকিৎসা কোথায় হবে তা সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান উপজেলা করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. রঞ্জন কুমার বড়ুয়া জানিয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-