কক্সবাজার চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ নতুন করে ৪জন করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে।
শনিবার (৯ মে) কক্সবাজার মেডিকেল কলেজ ১৪৬ জনের স্যম্পল টেস্ট করেন এর মধ্যে ৬ জনের পজিটিভ রিপোর্ট আসে। রিপোর্টে চকরিয়ায় ৪ জনের করোনা পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহবাজ।
করোনা আক্রান্তরা হলেন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর করিম সাঈদ, পৌরসভা ৩নং ওয়ার্ড ফুলতলা এলাকায় মোঃ আজাদ, পৌরসভার ৪ নং ওয়াডের আগে আক্রান্ত আবছারের স্ত্রী মেরিনা জন্নাত, লক্ষ্যারচর ইউনিয়নের ফাতেমা বেগম,
ডাঃ মোহাম্মদ শাহবাজ জানান, চকরিয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ ৩০ থেকে ৩৫ জনের নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল ল্যাবে পাঠায়। আজ শনিবার (৯ মার্চ) সকাল ৩টায় দিকে রিপোর্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌছায়। রিপোর্টে উপজেলা চেয়ারম্যানসহ নতুন করে ৪ জনের করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। এনিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-