শাহীন মাহমুদ রাসেল ◑
কক্সবাজারের রামুতে এক’শ ৪ বোতল ফেন্সিডিলসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে রামু থানা পুলিশ।
শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ মিঠাছড়ির মধ্যম উমখালী মৃত আবদুল গফুরের ছেলে আবুল কাছিমের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে বস্তাভর্তি ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।
আটক নারী- টেকনাফ সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ছোট হাবিব পাড়ার আবুল হোসাইনের মেয়ে ইয়াসমিন (৩৫)।
অভিযানের সময় বাড়ীর মালিক চিহ্নিত মাদক ব্যবসায়ী আবুল কাছিম পালিয়ে যায় বলে জানা গেছে।
আটক মাদক ব্যবসায়ী ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ৩৬(১) এর ১৪(গ) ধারায় ২৩ রামু থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক ভাবে জানা যায়, সে দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ীদের কাছে ইয়াবা ও ফেন্সিডিল বিক্রি করে আসছে।
অভিযানে নেতৃত্বদানকারী রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-