মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
টেকনাফে কোন মার্কেট, শপিংমল, দোকান ঈদুল ফিতরের আগে খোলা হবেনা। শনিবার ৯ মে টেকনাফ বাস স্টেশন বণিক সমিতির সভাপতি এহতেশামুল হক এর সভাপতিত্বে টেকনাফের সকল মার্কেটের প্রতিনিধির উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
টেকনাফ আলো শপিং সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও সাংবাদিক সাইফুল ইসলাম সাইফী এতথ্য নিশ্চিত করেছেন। সভায় টেকনাফ বাস স্টেশন বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল করিম সহ বিভিন্ন মার্কেটের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। খাদ্য, ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে, সরকারি স্বাস্থ্য নির্দেশনা মেনে আগের মতো খোলা রাখতে পারবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-