নাইক্ষ্যংছড়ির ২য় করোনা রোগীও সুস্থ : ফিরেছেন বাড়ীতে

মুফিজুর রহমান, নাইক্ষ্যংছড়ি ◑
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের কম্বোনিয়া এলাকায় সনাক্ত হওয়া করোনা রোগী জান্নাতুল হাবিবাও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সুস্থ হওয়া জান্নাতুল হাবিবাকে শুক্রবার (০৮ মে) সকালে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া ২৬ এপ্রিল পাহাড়ের ১ম করোনা রোগী আবু ছিদ্দিক হাসপাতালের আইসোলেশন থেকে সুস্থ হয়ে বাড়ী ফিরে স্বাভাবিক জীবন অতিবাহিত করছেন।

এ নিয়ে উপজেলা হাসপাতালের আইসোলেশন থেকে দুই করোনা রোগী সুস্থ হয়ে বাড়ীতে ফিরে গেছেন।

নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা আবু জাফর মো: ছলিম বলেন, করোনা সনাক্তের পর জান্নাতুল হাবিবাকে নাইক্ষ্যংছড়ি হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। সেখান থেকেই পূনরায় কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা সংগ্রহ করে পাঠানো পরীক্ষায় দুইবার নেগেটিভ আসায় তাকে ছাড়পত্র দেয়া হয়েছে।

সেই সঙ্গে তাদের সার্বক্ষণিক বাসায় থাকতে বলা হয়েছে এবং হাসপাতাল থেকে যে ব্যবস্থাপত্র দেয়া হয়েছে তা মেনে চলার জন্য বলা হয়েছে।

আরও খবর