নিজস্ব প্রতিবেদক ◑
কক্সবাজারের উখিয়ার পালংখালীতে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৭ মে) ভোরে পালংখালীর রহমতেরবীল সীমান্তে এঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও সে রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-