চকরিয়ায় কিশোরীকে কুপিয়ে চলন্ত গাড়ি থেকে ফেলে দিলো দুর্বৃত্তরা

রাজু দাশ, চকরিয়া


কক্সবাজারের চকরিয়ায় এক কিশোরীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে চলন্ত গাড়ি থেকে ফেলে দিলো দুর্বৃত্তরা।

বুধবার (৬ মে) রাত ১০টার দিকে উপজেলা কোনাখালী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড মরং ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরী কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রুহুল আমিনের মেয়ে চম্পা (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতের বেলায়
মরং ঘোনা এলাকায় অজ্ঞতা এক কিশোরীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে মহাসড়কে প্রকাশ্যে একটি চলন্ত সিএনজি চালিত অটোরিকশা গাড়ির থেকে ফেলে দেয়। এলাকাবাসি তাৎক্ষণিকভাবে থানায় খবর দিলে চকরিয়া থানার পুলিশ লাশ উদ্ধার করেন।

চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, কী কারণে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে তা পুলিশ খতিয়ে দেখছে। কিশোরীর মৃতে দেহ উদ্ধার করা হয়েছে। গাড়িটি আটক করতে আইন-শৃঙ্খলা পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর হয়েছে বলে জানান।

আরও খবর