কক্সবাজারে মোট করোনা রোগীর সংখ্যা ৪৯ জন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী ◑

কক্সবাজার জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ জন নয়, ৪৯ জন।

গত ৫ মে চকরিয়ায় সনাক্ত হওয়া ৯ জন করোনা রোগীর মধ্যে একজন কক্সবাজার জেলার বাসিন্দা নয়। তিনি বান্দরবানের লামা উপজেলার বাসিন্দা। বান্দরবান সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র এবং চন্দনাইশে ‘ইসপা’ নামক একটি এনজিওতে কর্মরত। তিনি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের মাধ্যমে গত ৩ মে স্যাম্পল টেস্টে দেওয়ায় তাকে প্রাথমিকভাবে চকরিয়া উপজেলার রোগী হিসাবে গণ্য করা হয়েছিলো। পরে উক্ত করোনা রোগীর স্থায়ী নাম ঠিকানা বান্দরবান জেলার লামা উপজেলা হিসাবে সনাক্ত করা হয়েছে।

উক্ত করোনা রোগীর বিষয়ে লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজ।

এই রোগী কক্সবাজার জেলার বাসিন্দা না হওয়ায় গত ৫মে করোনা সনাক্ত হওয়া চকরিয়া উপজেলায় রোগীর সংখ্যা হলো ৮জন। চকরিয়া উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা মোট ১৫ জন। একইভাবে কক্সবাজার জেলায় মোট করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৪৯ জন।

আরও খবর