নিজস্ব প্রতিবেদক ◑
পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে কক্সবাজার জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৫ মে) শহরের বাহারছড়া বাজার, বড় বাজার, টেকপাড়া চাউল বাজার, সদরের খুরুশকুলে যৌথ অভিযানে ১০ দোকানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দন্ডিত প্রতিষ্ঠানসমূহ হলো- নূর হোসেন মাংস বিতান ৫ হাজার, আনোয়ারুল মাংস বিতান ৫ হাজার, আল মদিনা স্টোর ৩ হাজার, আল্লাহর দান ফল বিতান ২ হাজার, সাকী এণ্টারপ্রাইজ ৩ হাজার, মেসার্স সোহেল এণ্টারপ্রাইজ ২ হাজার, বন্ধন মাংস বিতান ৫ হাজার, মেসার্স মায়ের দোয়া পোল্ট্রি ফার্ম ২ হাজার, বদিউল আলম মাংস বিতান ২ হাজার ও মেসার্স আমিন স্টোর ৩ হাজার টাকা।
দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রয় করা, সঠিকভাবে মূল্য তালিকা হালনাগাদ না করা দণ্ড দেয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন।
কক্সবাজার জেলা আনসার ব্যাটেলিয়নের সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-