ইয়াবা নিয়ে মোটরসাইকেলসহ চকরিয়ার যুবক আটক

লোহাগাড়া প্রতিনিধি ◑

লোহাগাড়ায় মোটরসাইকেলসহ হাছানুর রশিদ (২৩) নামের ১ যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫স পিস ইয়াবা উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

সে কক্সবাজার জেলার চকরিয়ার শাহারবিল এলাকার জসিম উদ্দিনের ছেলে।

সোমবার (৪ মে) দুপুর ৩টায় উপজেলার চুনতি এলাকায় হোটেল মিড ওয়ে ইনে র সামনে চট্টগ্রাম-কক্সবাজান মহাসড়কে পুলিশের চেক পোস্টে তাকে আটক করা হয়।

লোহাগাড়া থানার ওসি মো: জাকের হোসাইন মাহমুদের নেতৃত্বে এসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন।

জানা যায়, উপজেলার চুনতি হোটেল মিড ওয়ে ইনের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে করোনা প্রতিরোধে লকডাউনে পুলিশের চেক পোস্টে মোটর সাইকেল নিয়ে পার হওয়ার সময় সন্দেহ হলে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় আটকৃতের কোমড়ে ১ হাজার ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ বলেন,
আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রকক্রিয়া চলমান। তবে মাদকের ব্যাপারে কাউকে ছাড় সেই। সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

আরও খবর