মোহাম্মদ হাসান ◑
একবাক্যে বলা যাবেনা; জগতের সকল মানুষকেই ভালোবাসি! মানুষ’কে স্তরে স্তরে ভাগ করেই সম্মান-শ্রদ্ধা-ঘৃণা করতে হয়! কখনো কখনো মানুষ বেশভূষা_কথারঢং -এ মনে হবে আহা!
পরম পূজনীয়, অথচ- বাস্তবে দেখা যাবে সে নর্দমার কীট! বীরদর্পে উক্ত মানুষদের মুখমণ্ডলে থু থু ছিঁটানো দরকার।।
মূলত, মানুষ বুঝা বড্ড দায়! পৃথিবী গ্রহের জটিল -কঠিণ কাজ কি হবে? এই প্রশ্নের উপর ভর করে যদি একদল খ্যাতিমান গবেষক গবেষণা করে। তাহলে, আমি নির্ঘাত বলতে পারি- ফলাফল হবে ‘মানুষকে বুঝা।’ এবং, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতো যে এই গ্রহের অধিকাংশ মানুষের মন কতো নোংরা!
এই মুহুর্তে ঠিক মনে পড়ছেনা কে, একদা একজন দার্শনিক বলেছিলেন।” আমি যতোই মানুষকে চিনেছি, ততোই কুকুরকে ভালোবেসেছি। ”
কুকুরকে অনায়াসে ভালোবাসা যায়।কুকুর হলো অসাধারণ প্রভূ ভক্ত।আমার অনুরোধ – কুকুরকে ভালোবাসুন।ফলে, সার্বক্ষণিক আপনার নীড়ের পাহারা দিবে -চোর-ডাকাত থেকে আপনার সম্পদের নিরাপত্তার দায়িত্বে থাকবে।তেমন বেশি লাভ না করলেও, অন্তত ক্ষতি করবেনা।
কিছু কিছু মানুষের প্রতি কুর্নিশ জানাতে দুঃখ নেই।কিছু কিছু মানুষ যেনো, সাক্ষাত প্রভূ প্রেরিত ফেরেস্তার মতোন হয়।তাদের প্রতি সম্মানের সবটুকু জানান দিলেও বুঝি কম হয় হয় লাগে। কিছু কিছু..
সেসব মানুষগুলোরে প্রভূ বাঁচিয়ে রাখুন, যুগ যুগ শতোবর্ষ। নষ্টদের এই খেলাঘরে -যদিও ভালোর কদর নেই!!
তবু ভালো থাকুক_কিছু কিছু ভালো মানুষ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-