সোমবার টেষ্ট ১৭৪

কক্সবাজারে তিনদিনে করোনায় ‘পজিটিভ’ নেই কেউ

বিশেষ প্রতিবেদক ◑

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে সোমবার ৪ মে ১৭৪ জনের স্যাম্পল টেস্ট করা সব রিপোর্টই ‘নেগেটিভ’ পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শুরু হওয়া করোনা টেস্টে রোববার পর্যন্ত ৩৩ দিনে ১৭৭৯ জনের স্যাম্পল টেস্ট করা হয়। তারমধ্যে, ৪৪ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। অবশিষ্ট ১৭৩৫ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। ৪৪ জন ‘পজেটিভ’ পাওয়া রোগীর মধ্যে ৩৮ জন কক্সবাজার জেলায় এবং ৫ জন নাইক্ষ্যংছড়ি উপজেলা ও একজন বান্দরবান সদর উপজেলার বাসিন্দা।

আরও খবর