কক্সবাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রি: তিন দোকানীকে জরিমানা

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
কক্সবাজার শহরের বড় বাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

৪ মে (সোমবার) দুপুরের দিকে বড়বাজার এলাকায় বাজার মনিটরিং এবং করোনা সংক্রমণ রোধে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া সুলতানা।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া সুলতানা বলেন, দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, অধিক দামে পণ্য বিক্রয়ের অপরাধে তিনজন বিক্রেতাকে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

এছাড়াও অপ্রয়োজনীয় ঘোরাঘুরি না করে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মাইকিং করা হয়।

আরও খবর