কক্সবাজার-টেকনাফ সড়কে ইয়াবাসহ যুবক আটক: মোটরসাইকেল জব্দ

জাহেদ হাসান ◑

রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ কক্সবাজার -টেকনাফ মহাসড়কে তল্লাশি চালিয়ে মোটরসাইকেল করে ইয়াবা পাচারকালে এক যুবককে আটক করে।

সোমবার (০৪ মে)সকাল সাড়ে ১১টার দিকে রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আব্দুল্লাহ’র নেতৃত্বে একদল পুলিশ রামু তুলাবাগানে কক্সবাজার গামী একটি নাম্বার বিহীন মোটরসাইকেল তল্লাশী করে কৌশলে লুকানো ১৬০০ পিস ইয়াবা উদ্ধার সহ পাচারকারীকে আটক করে। এবং ইয়াবা পাচারে ব্যবহৃত একটি নাম্বার বিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটককৃত আসামীর নাম মোহাম্মদ সেলিম, সাং সাতকানিয়া, চট্রগ্রাম।

রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু আব্দুল্লাহ জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দেওয়া হয়েছে।

আরও খবর