রামুতে পুলিশের হাতে ইয়াবাসহ যুবক আটক: সিএনজি জব্দ

জাহেদ হাসান ◑

কক্সবাজার রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫৬০ পিস ইয়াবাসহ এক সিএনজি ড্রাইভারকে আটক করে।

করোনা পরিস্থিতির মাঝেও থেমে নেই মাদক কারবারীদের মাদক পাচার।করেনার পরিস্থিতিতে প্রশাসনের ব্যস্ততা কাজে লাগিয়ে বিভিন্ন কৌশলে চালিয়ে যাচ্ছে মাদক পাচার।

এমন গোপন সংবাদের ভিত্তিতে ৩ মে (রবিবার) রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আব্দুল্লাহ’র নেতৃত্বে হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে কক্সবাজার গামী একটি সিএনজি গাড়ি যার নং-কক্সবাজার-থ-১১-৩৪৩৩ কে তল্লাশী করে গাড়ির সিটের নিচে কৌশলে লুকানো ১৫৬০ পিস ইয়াবা উদ্ধার সহ সিএনজি ড্রাইভারকে আটক করে এবং ইয়াবা পাচারে ব্যবহৃত সিএনজি গাড়িটিও জব্দ করে। আটককৃত সিএনজি ড্রাইভারের নাম মোহাম্মদ নূর(২০)।

রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু আব্দুল্লাহ জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও খবর